125 Duke এর দাম 5,000 টাকা বাড়ালো KTM

KTM 125 Duke তে থাকবে একটি 124.7cc সিলিন্ডার ইঞ্জিন। লিকুইড কুলড এই ইঞ্জিনে 14.3 bhp শক্তি ও 12Nm টর্ক পাওয়া যাবে। এর সাথেই থাকবে 6 স্পিড গিয়ারবক্স।

ছবি দেখুন

গত বছর লঞ্চ হয়েছিল KTM 125 Duke। এই মুহুর্তে এটাই ভারতে KTM এর সবথেকে সস্তা মোটরসাইকেল। 2018 সালের নভেম্বর মাসে লঞ্চের সময় 125 Duke এর এর এক্স শো-রুম দাম ছিল 1.18 লক্ষ টাকা। মার্চ মাসে 6835 টাকা দাম বেড়েছিল এই মোটরসাইকেলের। এরপরে এপ্রিল মাসে 250 ডাকা দাম বেড়েছিল। আরও একবার এই মোটরসাইকেলের দাম 5,000 টাকা বাড়লো। এবার দিল্লিতে KTM 125 Duke এর এক্স শোরুম দাম হয়েছে 1.30 লক্ষ টাকা।

KTM 125 Duke তে থাকবে একটি 124.7cc সিলিন্ডার ইঞ্জিন। লিকুইড কুলড এই ইঞ্জিনে 14.3 bhp শক্তি ও 12Nm টর্ক পাওয়া যাবে। এর সাথেই থাকবে 6 স্পিড গিয়ারবক্স। বাইকের সামনে থাকবে USD ফর্ক সাসপেনশান আর পিছনে থাকবে মনোশক সাসপেনশান। KTM 125 Duke এর সামনের চাকায় 300 মিমি ও পিছনের চাকায় 230 মিমি ডিস্ক ব্রেক থাকবে।

0 Comments

Yamaha YZF-R15 V3, Yamaha FZ 25, Bajaj Pulsar NS 200 এর সামনে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হবে হয়েছে KTM 125 Duke। এর মধ্যেই আরও একবার এই মোটরসাইকেলের দাম বাড়ালো KTM।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Be the first one to comment
Thanks for the comments.