কেন্দ্রের আইনের সাথে তাল মেলাতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ লঞ্চ হল Bajaj Discover 125 আর Bajaj CT100। 1 এপ্রিল থেকে 125cc বা তার ছোট আয়তনের ইঞ্জিনে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম থাকা বাধ্যতামুলক হয়েছে। তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Bajaj CT100। স্পোক, অ্যালক আর অ্যালয়ের সাথে ইলেকট্রিক স্টার্ট ভেরিয়েন্টে পাওয়া যাবে এই মোটরসাইকেল। স্পোক মডেলের দাম 33,152 টাকা। অ্যালয় মডেলের দাম 35,936 টাকা। অ্যালয়ের সাথে ইলেকট্রিক স্টার্ট ভেরিয়েন্টের দাম 41,587 টাকা।
ডিস্ক ও ড্রাম ব্রেক ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Bajaj Discover 125। CBS সহ ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম 58,000 টাকা। ডিস্ক ব্রেক সহ CBS ভেরিয়েন্টে Bajaj Discover 125 মোটরসাইকেলের দাম 61,500 টাকা। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ছাড়া এই দুটি মোটরসাইকেলে নতুন কোন ফিচার যোগ হয়নি।
সম্প্রতি সেলস রিপোর্টে 2019-18 আর্থিক বছরে বিক্রিতে 25 শতাংশ বৃদ্ধি হয়েছে Bajaj Auto –র। গত আর্থিক বছরে মোট 50,19,503 টি মোটরসাইকেল বিক্রি করেছে কোম্পানিটি। এর মধ্যে দেশের বাজারে বিক্রি হয়েছে 29,40,773 টি মোটরসাইকেল।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.