ABS সহ লঞ্চ হল নতুন Suzuki Gixxer SF 250: দাম ও ফিচার্স

Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলে থাকছে একটি 249 cc সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 26 bhp শক্তি আর 22.6 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান।

ছবি দেখুন
Suzuki Gixxer SF 250 দাম 1.71 লক্ষ টাকা

ভারতে লঞ্চ হল নতুন Suzuki Gixxer SF 250। দিল্লিতে নতুন এই মোটরসাইকেলের দাম 1.71 লক্ষ টাকা (এক্স শো-রুম)। Suzuki Inazuma এর পরে এটা ভারতে কোম্পানির দ্বিতীয় 250 cc ইঞ্জিনের মোটরসাইকেল। দুর্দান্ত ইঞ্জিন ও পারফর্মেন্স সহ ভারতে লঞ্চ হলেও বাণিজ্যিক সাফল্য পায়নি Suzuki Inazuma। এবার 250 cc ইঞ্জিন সহ ভারতে লঞ্চ হল নতুন Suzuki Gixxer SF 250।

oie77gpo Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলে থাকছে একটি 249 cc সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন

Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলে থাকছে একটি 249 cc সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 26 bhp শক্তি আর 22.6 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান। থাকছে LED হেডলাইট, ক্লিপ-অন হ্যান্ডেলবার, মাল্টি স্পোক 17 ইঞ্চি অ্যালয় হুইল আর ফ্ল্যাট রাবার। নতুন Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলে থাকছে একটি সম্পূর্ণ LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

gm4mh3e4 Suzuki Gixxer SF 250 এ থাকছে একটি ডুয়াল চ্যানেল ABS
0 Comments

নতুন Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকছে মনোশক সাসপেনশান। সাথে থাকছে একটি ডুয়াল চ্যানেল ABS। 220-250 cc সেগমেন্টে Honda CBR250R,  Yamaha Fazer 25, Bajaj Pulsar RS200,  KTM RC200 এর মতো মোটরসাইকেলের সামনে কড়া প্রতিযোগীতার সম্মুখীন হবে নতুন Suzuki Gixxer SF 250।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Be the first one to comment
Thanks for the comments.