2019 Maruti Suzuki WagonR: কোন ভেরিয়েন্টে কী থাকছে?

বাইরে থেকে নতুন Wagon R গাড়িতে সম্পূর্ণ নতুন লক দিয়েছে Maruti Suzuki। ছয়টি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Maruti Suzuki Wagon R।তিনটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে নতুন Maruti Suzuki Wagon R।

ছবি দেখুন

23 জানুয়ারি ভারতে লঞ্চ হবে নতুন Maruti Suzuki Wagon R। সম্প্রতি নতুন Wagon R গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান আর ভিভিন্ন ভেরিয়েন্টের তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। তিনটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে নতুন Maruti Suzuki Wagon R। এর মধ্যে দুটি পেট্রল ভেরিয়েন্ট। পেট্রল ভেরিয়েন্টে থাকছে AMT আপশান।

দুটি আলাদা ইঞ্জিন ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Wagon R। LXI আর VXI ভেরিয়েন্টে থাকবে একই 1.0 লিটার K10B তিন সিলিন্ডার ইঞ্জিন। তবে VXI আর ZXI ভেরিয়েন্টে থাকবে শক্তিশালী 1.2 লিটার পেট্রল ইঞ্জিন। 998 cc ইঞ্জিনে থাকবে 67 bhp শক্তি আর 90 Nm টর্ক। আর তুলনামুলক শক্তিশালী 1,197 cc ইঞ্জিনে থাকছে 82 bhp শক্তি আর 113 Nm টর্ক। সাথে থাকবে 5 স্পিড ম্যানুয়াল আর অটোমেটিক ট্রান্সমিশান।

আগের থেকে 60 মিমি লম্বা, 145 মিমি চওড়া নতুন Wagon R। হুইল বেস আগের থেকে 35 মিমি বড় হয়েছে। অর্থাৎ কেবিনে থাকছে বেশি জায়গা।

বাইরে থেকে নতুন Wagon R গাড়িতে সম্পূর্ণ নতুন লক দিয়েছে Maruti Suzuki। থাকছে আধুনিক ফ্লোটিং রুফ ডিজাইন, নতুন টেল ল্যাম্প, আর সম্পূর্ণ নতুন ডিজাইন। ছয়টি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Maruti Suzuki Wagon R।

0 Comments

তিনটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে নতুন Maruti Suzuki Wagon R।

ইঞ্জিন 1.0-লিটার (998 cc) 1.2-লিটার (1197 cc)
সিলিন্ডার সংখ্যা 3 4
পাওয়ার আউটপুট 67 bhp @ 5500 rpm 82 bhp @ 6000 rpm
সর্বোচ্চ টর্ক 90 Nm @ 3500 rpm 113 Nm @ 4200 rpm
ব্রেক সামনে: ডিস্ক পিছনে: ড্রাম
সাসপেনশান (সামনে) কয়েল স্প্রিং এর সাথে ম্যাক ফার্সন
সাসপেনশান (পিছনে) কয়েল স্প্রিং এর সাথে টর্সিয়ন বিম
আকার সব ভেরিয়েন্টে
দৈর্ঘ্য 3655 মিমি
প্রস্থ 1620 মিমি
উচ্চতা 1675 মিমি
হুইলবেস 2435 মিমি
টার্নিং রেডিয়াস 4.7 মিটার
 

LXI

 • 1.0 লিটার ইঞ্জিন
 • 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান
 • ম্যানুয়াল এয়ার কন্ডিশানার
 • সেন্ট্রাল লকিং
 • 12V চার্জিং পোর্ট (শুধুমাত্র সামনে)
 • সামনের দরজায় পাওয়ার উইন্ডো
 • ডোর-ওপেন ওয়ার্নিং
 • সিট বেল্ট রিমান্ডার
 • স্পিড অ্যালার্ট
 • ABS আর EBD
 • রিয়ার পার্কিং সেন্সার
 • ড্রাইভারের দিকে এয়ারব্যাগ
 • 13 ইঞ্চি স্টিল হুইল সাথে পিছনে 155/80 R13 টায়ার

VXI (LXI এর সব ফিচারের সাথে অতিরিক্ত ফিচারগুলি)

 • 1.0 লিটার ইঞ্জিন
 • 1.2 লিটার ইঞ্জিন (অপশানাল)
 • 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান
 • 5 স্পিড AMT গিয়ারবক্স (দুটি ইঞ্জিনের সাথে অপশানাল)
 • সামনে ও পিছনে পাওয়ার উইন্ডো
 • কিলেস এন্ট্রি
 • স্পিড সেনসিটিভ ডোর লক
 • গাড়ির ভিতরে দিন/রাতের রিয়ার ভিউ মিরার
 • 60:40 স্প্লিট ফোল্ডিং সিট
 • Bluetooth সহ অডিও সিস্টেম
 • স্টিয়ারিংএ অডিও কন্ট্রোল
 • গাড়ির রঙের সাইড মিরার আর ডোর হ্যান্ডেল
 • 14 ইঞ্চি স্টিল হুইলের হুইল কভার আর 165/70 R14 টায়ার

ZXI (LXI ও VXI এর সব ফিচারের সাথে অতিরিক্ত ফিচারগুলি)

 • 1.2 লিটার ইঞ্জিন
 • 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান
 • 5 স্পিড AMT গিয়ারবক্স (অপশানাল)
 • টাচস্ক্রিন অডিও সিস্টেম
 • স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Be the first one to comment
Thanks for the comments.